Monday, February 3, 2020

কথা ছিল -- রণেশ রায়


sahityalok.com


বন্ধু কথা ছিল দেখা হবে
দেখা হবে দুজনে
জঙ্গলে বিজন বিহনে
গিরিপথে সমুদ্রের ঢেউয়ে ঢেউয়ে
লড়াইয়ের প্রাঙ্গনে
জনতার কোলাহলে
আমাদের দেখা হবে সে ফাগুনে।

বন্ধু কথা ছিল দেশ স্বাধীন হবে
মুক্তির প্রাঙ্গনে
ভূখা থাকবে না কেউ
শিক্ষা স্বাস্থ্য সবার অঙ্গনে
দেখা হবে আমাদের মুক্ত সে স্বদেশে।


বন্ধু কথা ছিল আকাশের মুক্ত বিহঙ্গ
অরণ্য পাহাড়  প্রদক্ষিণ করে
বাতাসে তুফান তুলে
মিলবে এসে পর্বত শিখরে
সূর্যের উদয়ের কালে
দেখা হবে সকলে।

বন্ধু এখনো লড়াই যে বাকি
রাত্রির কান্না শোনা যায়
নীড়ে পাখির ডানা ছাঁটা
সূর্য দিনে মুখ লুকায়
বন্দি শোষণের কারাগারে।

বন্ধু শপথ আমাদের
বন্ধুর সে পথে
চলতে হবে চড়াই উৎরাই ধরে
আমরা আছি আমাদের প্রত্যয়ে
যুদ্ধ শেষ না হলে ফিরব না ঘরে।