Tuesday, February 4, 2020

কবি আসিফ নুরের'অপার অপেরা' -- জানে হৃদয়

sahityalok.com

আসিফ নুর এই সময়ের শক্তিমান একজন কবি।স্বকীয় রচনাশৈলীতে এরই মধ্যে তিনি নিজস্ব একটি কাব্যধারা সৃষ্টি করতে সমর্থ হয়েছেন।


আসিফ নুরের কবিতার কাব্যিক রস আছে, কাব্যময়তা আছে। সত্য সুন্দর প্রেম পূজা যেমন আছে, তেমনি আছে পার্থিব জীবনের রূঢ় বাস্তবতার প্রয়োগ। 


তার কবিতা বিশ্লেষণ করলে কবিতার সকল উপাদান যথা ছন্দ, অলঙ্কার, মিথ, চিত্রকলা, কাহিনী, অনুপ্রাস মোটকথা জীবনের বিভিন্ন দিক কবিতায় তুলে আনেন।তাঁর কবিতা পাঠক তার নিজের জীবনের সাথে গেঁথে নিতে পারেন। তার কবিতায় সার্বজনীনতা বড় বেশি ধরা পড়ে।


সময়ের আবর্তে তা প্রতিনিয়ত জায়গা করে নিচ্ছে আমাদের জাতীয় সাহিত্যে, পাঠকের মননে এবং বাংলা ভাষায়।
saahityalok.comএবারের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশ পাচ্ছে নন্দিত এই কবির পঞ্চম কবিতার বই‘অপার অপেরা’। ভাষাপ্রকাশ থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ এঁকেছেন শিল্পী ধ্রুব এষ। 'অপার অপেরা'১০১টি কবিতার সন্নিবেশ। বইটি প্রথম দিন থেকেই মেলায় পাওয়া যাচ্ছে।১১২পৃষ্টার এ বইয়ের মূল্য নির্ধারিত হয়েছে ২০০ টাকা। বইটি পাওয়া যাবে একুশে গ্রন্থমেলা ৩৬০,৬১,৬১ নং স্টল,ভাষাপ্রকাশ, সোহরাওয়ার্দী উদ্যান।


বইটির সর্বাধিক পাঠকপ্রিয়তা কামনা করছি।