Sunday, February 2, 2020

বই প্রচারণা

sahityalok.com

কবি রুহুল কাদের'র'সেলাই শিল্পের সুদিনে'
জানে হৃদয়

অমর একুশে গ্রন্থমেলা-২০২০ এ প্রকাশিত হলো কবি রুহুল কাদের কবিতার  বই সেলাই শিল্পের সুদিনে'।বইটির নাম শুনলেই বইটি পড়ার ক্ষুদা বেড়ে  যায়। মনে হয় বইটি পড়ার ক্ষুধা জমে রয়েছে কতদিন থেকে। তৃতীয় চোখ প্রকাশন থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী  নির্ঝর নৈঃশব্দ্য।


sahityalok.com

৫০টি কবিতার সন্নিবেশ 'সেলাই শিল্পের সুদিনে'। দুঃখ-দারিদ্র-প্রেম-বিরহের চিরন্তন ঘাত-প্রতিঘাত ছাড়াও স্বপ্ন ও দ্রোহের বীজ ছড়িয়ে আছে কবিতার পরতে পরতে। বলা যায়, কবিতাগুলো সচেতন পাঠকের অন্তর্লোকে অচেনা অনুরণন সৃষ্টি করতে সক্ষম হবে। কেননা, এইসব শৈল্পিক বুনন খুলতে গিয়ে পাঠক নির্ঘাত নিজেকেই খুঁজে পাবেন।
বইটি  চমক সৃষ্টি করবে আশা করছি।
sahityalok.com

মেলায় বইটি মিলছে তৃতীয় চোখ প্রকাশনের ৫১,নং স্টলে।৫৬ পৃষ্ঠার এ বইয়ের দাম রাখা হয়েছে ১৫০টাকা।

sahityalok.comলেখক:জানে হৃদয়
কবি-প্রাবন্ধিক
কক্সবাজার, বাংলাদেশ।
১ফেব্রুয়ারি২০২০খৃষ্টাব্দ