Saturday, November 2, 2019

হেমন্তের ক্লান্তস্নায়ু --- যাকারিয়া আহমদহেমন্তের ক্লান্তস্নায়ু    ---    যাকারিয়া আহমদ

প্রচণ্ড কষ্টের ঠিক পরে রকমারি সুখের উপলব্ধিতে ভরে ওঠে ক্লান্তস্নায়ু

আবার কখনও কখনও ভেঙে দেয় সুখাচ্ছন্ন মানুষের নরম দেহমন বৈরীবায়ু।


শিশিরজল ধুয়ে মুছে দিচ্ছে হৈমন্তিক ধানের সবুজ নরম পাতা__ কৃষকের ক্লান্ত শরীর

গর্ভবতী ধানের চারা বেহিসাব অন্নের জননী হচ্ছে__ আর কৃষকের মনে স্বপ্নের ভীড়।


পোয়াতি ধানের গন্ধে রকমারি পোকামাকড়ের আনন্দমিছিল 

সবুজ পাতার ফাঁকে

হেমন্তের এই দিনগুলোতে ঘুম ভাঙে অতিথি পাখিদের আগমনের কিচিরমিচির ডাকে।


শিশির ভেজা হেমন্তের এই মাঠে ঘাটে পদচিহ্ন রয়ে যাবে কাল-কালান্তরে আমার

ভোরের বাতাসেও ভেসে ভেসে ধ্বনিত হবে উদাসী প্রশস্ত মনের বার্তা আবার।