Wednesday, November 6, 2019

প্রবাসী ----- মিজানুর রহমান মিজান

sahityalok.com


বসে দুরে বাজায় বাঁশি
নাম ধরে কালো শশী।।
সুরের যাদু সদায় টানে
জ্বালা ধরে হৃদ বনে
মন প্রাণ হরে করে উদাসি।।
জানতাম যদি টানে হিয়া
তুলা দিতাম দু’কান ভরিয়া
নিরলে থাকতাম অন্দরে বসি।।
কি মোহিনী বাঁশির ধ্বনি
পাগলপারা হয় যামিনী
সিক্ত হয় সবাই প্রেমেতে ভাসি।।
আমার জীবন হল ফাঁকা
করনা দেরি দিতে দেখা
অন্যগতি নাই তোমারেই ভালবাসি।।