Friday, November 8, 2019

ছড়া -- মাধব মন্ডল


sahityalok.com

ঘুমের রেকর্ড


আজব ছেলে, টগবগিয়ে দোলে
ঘুমের রেকর্ড করবে বলে
করলো হঠাৎ ঠিক
বললো হেঁকে, কে দেবে তেল দিক?


কালী মিলের মটকু কালী
জোরসে দিয়ে পায়ে তালি
বললো হেসে, যত পারুক নিক।


গিনেস বুকের হাতছানিতে
কালীবাবুর তেল ঘানিতে
তেলের নলে লাগিয়ে নাক
বাজায় ছেলে ঘুমের শাঁখ।


কুম্ভকর্ণ ঘুমের রাজা
ক্ষেপে গিয়ে দিলেন সাজা
যারে ছেলে হাসপাতালে থাক।

এক আনা

আদাড় বাদাড় ঘুরতে ঘুরতে সোনামানা
হঠাৎ করে কুড়িয়ে পেল এক আনা
জল, অ্যাসিডে ধুয়ে
পড়ল লেখা নুয়ে
জর্জ ভিনসেন্ট রাজার নাম
বুঝল আছে এ আনার দাম।


বিড়াল

বিড়াল গেল বই পড়তে
কুকুরবাবুর ইসকুলে
শেয়াল পন্ডিত হেসে মরে
হেসে মরে বৃষকূলে
ইঁদুরগুলো কেঁদে মরে
গেরস্থ খুব খুশি
বনের বিড়াল লিখে পড়ে
হয়ে গেল পুষি!সর্দি

আরে আমার নাক হয়েছে বিকল
অফুরান ঝরে যায় শুধু সাদা জল
হিঁচিং হিঁচিং হাঁচ্ছি
মজাটা টের পাচ্ছি
বৃষ্টি ভেজা নাকে এবার লাগাই কিবা বল!